আবারও বাড়ল স্বর্ণের দাম

0
628
আবার বাড়লো সোনার দাম

খবর৭১ঃ
এক মাসের কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে।

বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার থেকে এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৯ হাজার ১৯৫ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ৫৬ হাজার ৮৬২ টাকায়। আর ১৮ ক্যারেট বিক্রি হবে ৫১ হাজার ৮৪৬ টাকা দরে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দামে কোনো পরিবর্তন হয়নি। আগের দামে ২৯ হাজার ১৬০ টাকাতে বিক্রি হবে।

বাজুস সভাপতি এনামুল হক খান দোলন জানান, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি এবং স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ার কারণে স্বর্ণের দামও বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here