দেশে দারিদ্রের হার কমে ২০.৫ শতাংশ

0
473
দেশে দারিদ্রের হার কমে ২০.৫ শতাংশ

খবর৭১ঃ এক বছরের ব্যবধানে দেশে দারিদ্র্যের হার ১ দশমিক ৩ শতাংশ কমে ২০.৫ শতাংশে দাঁড়িয়েছে। গত এই হার ছিল ২১ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, হত দারিদ্র্যের হার কমে হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ, গত বছর যা ছিল ১১ দশমিক ৩ শতাংশ।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

কয়েক বছর ধরেই দারিদ্র্যের হার কমছে। ২০০০ সালে দারিদ্র্যের হার ছিল ৪৮ দশমিক ৯ শতাংশ। একইভাবে ২০০৫ সালে ৪০ শতাংশ, ২০১০ সালে ৩১ দশমিক ৫, ২০১৬ সালে ২৪ দশমিক ৩ ও ২০১৭ সালে দারিদ্র্যের হাম কমেছে ২৩ দশমিক ১ শতাংশ।

সরকারের নানামুখী পদক্ষেপের কারণে দারিদ্র্যের হাম কমছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, দারিদ্র্য আমাদের প্রধান শত্রু। দারিদ্র্যের হার কমায় প্রধানমন্ত্রী অনেক উৎফুল্ল। সবার ঐকান্তিক প্রচেষ্টায় দারিদ্র্যের হার কমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here