এনআরসি নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

0
501
এনআরসি নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

খবর৭১ঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ সব ইস্যুতেই নয়াদিল্লি সফরে আলোচনা হবে। সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভারত সরকারের আমন্ত্রণে ১৩ ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশেন ডায়ালগে অংশ নিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সফর নিয়ে তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে নয়াদিল্লি যাচ্ছি। ইন্ডিয়ান ওশেন ডায়ালগের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হবে।

ঢাকা-দিল্লি সম্পর্ক এখন ‘সোনালী অধ্যায়ে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, অত্যন্ত সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আমাদের।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আলোচনা হবে। এনআরসিও আলোচনায় আসবে। এ নিয়ে কিছু লোকের আতঙ্ক বা দুশ্চিন্তা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দিল্লি বারবার জোর দিয়ে বলেছে, এটা একান্তই তাদের অভ্যন্তরীণ ইস্যু। এ নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কিছু নেই। আমরা সেই অঙ্গীকারে ভরসা রাখতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here