খবর৭১ঃ নেপালে সাউথ এশিয়ান (এসএ) গেমসে দেশকে প্রথম স্বর্ণপদক এনে দেন বাংলাদেশ সেনাবাহিনীর দিপু চাকমা। কাঠমান্ডুর সাতদোবাদো কমপ্লেক্সে পুমসে ২৯-ঊর্ধ্ব ক্যাটাগরিতে স্বর্ণপদক জেতেন দিপু।
এসএ গেমসের এবারের ত্রয়োদশ আসরে দ্বিতীয় স্বর্ণপদক জেতেন হুমায়রা আক্তার অন্তরা। মেয়েদের কারাতে কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজির ফাইনালে নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে দেশকে সোনার পদক উপহার দেন তিনি।
ছেলেদের কারাতে ইভেন্টে ৬০ কেজি ওজন শ্রেণিতে ফাইনালে পাকিস্তানের মোহাম্মদ জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক জেতেন আল-আমিন।
নারীদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজিতে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জেতেন মারজান আক্তার প্রিয়া। ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে দেশর হয় পঞ্চম স্বর্ণপদক জেতেন মাবিয়া আক্তার সীমান্ত। এরপর বাংলাদেশকে ষষ্ঠ স্বর্ণপদক উপহার দেন জিয়ারুল ইসলাম। তিনি ভারোত্তোলনে ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন। বাংলাদেশকে সপ্তম স্বর্ণপদক উপহার দিয়েছেন ফাতেমা মুজিব। তিনি ফেন্সিংয়ে ব্যক্তিগত সেভার ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন এই অ্যাথলেট।
এবারই প্রথম দক্ষিণ এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয়েছে ফেন্সিং। কাঠমান্ডুর নয়াবাজার কৃতিপুরে শনিবার এককে ফাতেমাও পেলেন প্রথম সোনা জয়ের স্বাদ।
ফাইনালে স্বাগতিক নেপালের রাবিনা থাপাকে ১৫-১০ পয়েন্টে হারান ফাতেমা। এবারের এসএ গেমসে স্বর্ণপদক ছাড়াও বাংলাদেশ ২০টি রৌপ্য আর ৫২টি ব্রোঞ্জ সবমিলে ৭৯টি পদক জিতেছে।