ঠাকুরগাঁওয়ে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

0
779
ঠাকুরগাঁওয়ে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অভিগম্য আগামীর পথে এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কর্যালয় থেকে একটি বর্ণঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঠাকুরগাঁয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্সের হলরুমে এক আলোচনা সভায় অংশ গ্রহন করে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল কুতুবুল আলম, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, সমাজ সেবা কর্মকর্তা নজরুল ইসলাম সহ বিভিন্ন প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীরা। পরে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রতিবন্ধীতা উত্তরণে কাজ করে এমন প্রতিষ্ঠান হিসেবে একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র সহ জেলার বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রেকে সন্মাননা স্মারক দেয়া হয়। সেই সাথে মানসিক প্রতিবন্ধিদের জন্য প্রত্যেকে ৫ হাজার কারে মোট প্রায় ১ লক্ষ ৩৬ হাজার টাকা প্রদান করা হয় সমাজ সেবা অধিদপ্তর থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here