ফেসবুক থেকে গুগল ফটোজে পাঠানো যাবে ছবি-ভিডিও

0
614
ফেসবুক থেকে গুগল ফটোজে পাঠানো যাবে ছবি-ভিডিও

খবর৭১ঃ তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে ফেসবুক অন্যতম। আর ফেসবুকে বিনিময় করা নিজেদের ছবি বা ভিডিওগুলো চাইলে গুগল ফটোজেও পাঠানো যাবে। এ জন্য ‘ডাটা পোর্টেবিলিটি প্রকল্প’-এর আওতায় নতুন টুলও উন্মুক্ত করেছে ফেসবুক।

প্রাথমিকভাবে এ সুযোগ পাবেন আয়ারল্যান্ডে বসবাসকারী ফেসবুক ব্যবহারকারীরা।

সব কিছু ঠিক থাকলে শিগগিরই সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হতে পারে।
এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সেবার সঙ্গে তথ্য বিনিময়ের সুযোগ দিতেই এ উদ্যোগ। ভবিষ্যতে অন্যান্য প্লাটফর্মেও এই টুল ব্যবহারের সুযোগ মিলবে।

জানা গেছে, টুলটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে বিনিময় করা ছবি বা ভিডিওগুলো জমা রাখবে গুগল ফটোজে। ফলে আলাদা করে গুগলের ছবি বিনিময় ও অনলাইন স্টোরেজ সেবাটিতে প্রবেশ করতে হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here