মিজানুর রহমান মিলন,
সৈয়দপুর :
সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদের জন্য উপ- নির্বাচনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র পত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার উপ- নির্বাচনের রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলমের হাতে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন-মো. আমিনুল ইসলাম,মো. ফারুক হোসেন,মো. মোতাহারুল ইসলাম, মো. মোস্তফা হোসেন,মো. রাজু হোসেন সরকার ও মো. হাসানুল হক। মনোনয়নপত্র জমা দেয়ার সময় সম্ভাব্য প্রার্থীদের সাথে তাদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম গত ২৪ নভেম্বর কামারপুকুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের জন্য উপ- নির্বাচনের তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী ৬ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই, ১২ ডিসেম্বর প্রত্যাহার ও আগামি ৩০ ডিসেম্বর নির্বাচন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য আইনুল হকের মৃত্যুতে পদটি শুন্য হয়। তখন থেকে ওই ওয়ার্ডে উপ- নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ শুরু করেন। পরে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে উপজেলা নির্বাচন দপ্তর তফশিল ঘোষণা করলে প্রার্থীদের তৎপরতা বেড়ে যায়। আর মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকে তাদের তৎপরতার মাত্রা আরও বৃদ্ধি পেল। উল্লেখ্য ওই নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন কামার পুকুর ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নং আসনের নারী সদস্য মোছা. সিদ্দিকা বেগমের স্বামী মো. ফারুক হোসেন।