ঠাকুরগাঁওয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

0
605
ঠাকুরগাঁওয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : বেসরকারি প্রতিষ্ঠানের স্কুল কলেজে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর আলোকে পর্যালোচনা এবং সুপারিশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে অন্তর্ভুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে বাংলাদেশ বেসরকারি কলেজে অনার্স- মাস্টার্স শিক্ষক ফোরাম এই মানবন্ধনের আয়োজন করে।

শিক্ষক ফোরামের আহব্বায়ক আ.স.ম সালাহ্ উদ্দীনের সভাপতিত্বে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তারা জানান, ২০১৮ নীতিমালা সংশোধন করে জনবল কাঠামোতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করা না হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বেসরকারি কলেজে ক্লাস ও সকল পরীক্ষা বর্জন করা হবে।

এছাড়া কেন্দ্র ঘোষিত জেলায় জেলায় লাগাতার অবস্থান কর্মসুচি পালন করে দাবি আদায় করা হবে। মানবন্ধন শেষে শিক্ষকরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি পেশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here