খবর৭১ঃ দুই শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহতের মামলায় জাবালে নূর পরিবহনের চালক-সহকারীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, দ্রুততম সময়ে আরেকটি চাঞ্চল্যকর মামলার রায় হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে আমরা আরেকটি মাইলফলক অতিক্রম করেছি।
আজ রবিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বাসচাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীবের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দুই বাসের চালক ও এক সহকারীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় পরবর্তী প্রতিক্রিয়ায় এ কথা বলেন মন্ত্রী।
আসামিদের সবাইকে আইনি অধিকার দিয়ে বিচারকাজ সম্পন্ন হয়েছে জানিয়ে আনিসুল হক বলেন, ২০১৮ সালের ২৯ জুলাই বেপরোয়া বাস চালিয়ে দিয়া ও রাজীবকে চাপা দেওয়া হয়। এতে তারা প্রাণ হারায়। এ ঘটনার পর ছাত্ররা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল।
প্রধানমন্ত্রী ও আমি বলেছিলাম, এই মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করা হবে। আমরা সেটা করেছি।