বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম ডাউন

0
596
বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম ডাউন

খবর৭১ঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। বিশ্বজুড়ে বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে এই সমস্যা দেখা দেয়।

বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীরা বলেছেন, তারা লগ আউট করার পর আর লগইন করতে পারছেন না। এছাড়া পোস্ট, কমেন্ট ও কোন কিছু শেয়ার করা যাচ্ছে না। মেসেঞ্জারেও সমস্যা হচ্ছে। ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।

যুক্তরাজ্যের বিখ্যাত সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, ফেসবুক ব্যবহারকারীরা অভিযোগ করছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমের এই নেটওয়ার্কটা ভেঙে পড়েছে। একই সঙ্গে ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মিররের খবরে বলা হয়, ফেসবুকে ৬৫ শতাংশ ব্যবহারকারীরা লগইন করতে সমস্যায় পড়েছেন। আর ২২ শতাংশ ব্যবহারকারী ছবি দেখতে পারছেন না। ১১ শতাংশ মানুষ ফেসবুকে লগইন করতে পারছেন না।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বলছেন, ৭৪ শতাংশ মানুষ নিউজ ফিড, ১৪ শতাংশ স্টোরি এবং ১০ শতাংশ মানুষ ওয়েব সাইটে প্রবেশ করতে পারেননি। এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ এখনো কোনো বক্তব্য দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here