প্রধান মন্ত্রী “শেখ হাসিনা” গ্রাম পর্যায়ের প্রান্তিক চাষীদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করবেনঃ শেখ আফিল উদ্দিন এমপি

0
580
প্রধান মন্ত্রী “শেখ হাসিনা” গ্রাম পর্যায়ের প্রান্তিক চাষীদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করবেন:শেখ আফিল উদ্দিন এমপি

খবর৭১ঃ

শেখ কাজিম উদ্দিন, বেনাপোলঃ মাননীয় প্রধান মন্ত্রী “শেখ হাসিনা” গ্রাম পর্যায়ের প্রান্তিক চাষীদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করবেন। রবিবার (১-লা ডিসেম্বর) প্রতিটি ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রান্তিক চাষী নির্ণয় করা হবে। আগ্রহীদের রবিবারের মধ্যে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বরদের সাথে যোগাযোগ করতে হবে। বৃহস্পতিবার বেলা ১২টার সময় শার্শা উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক কথাটি জানালেন যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, শার্শা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ শুক্রবার ও শনিবার গ্রামগঞ্জে মাইকিং করে চাষীদেরকে জানিয়ে দেবেন। আগামী রবিবার প্রান্তিক চাষী নির্ণয় পূর্বক তাদের কাছ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ন্যায্য মূল্যে চাল ক্রয় করবেন।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম, শার্শা থানার অফিসার ইনচার্য(ওসি) আতাউর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য ও নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, গোগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, সাধারণ সম্পাদক সাহেব আলী, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here