আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন দেশের উন্নয়ন হয়ঃ শাহজাহান মিয়া

0
488
আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন দেশের উন্নয়ন হয়
ছবিঃ রাকিব হাসান।

খবর৭১ঃ

রাকিব হাসানঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শাখার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এমপি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় থাকলে ওরা যাত্রীবাহী বাসে আগুন দেয়, মানুষ খুন করে। ওরা খুনীর দল।

এজন্য আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাদের মধ্যে ঐক্য থাকতে হবে। যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই। কলাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত সমাবেশে এ সম্মেলনের উদ্বোধক কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন বলেন,প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি সোনালী অধ্যায়ের দিকে নিয়ে গেছেন। এজন্য দেশবাসীসহ আমরা তার কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী পটুয়াখালীকে অত্যন্ত ভালবাসেন। এখানকার জন্য তিনি নিজ উদ্যোগে বিস্ময়কর উন্নয়ন পদক্ষেপ নিয়েছেন। এ উন্নয়নকে ধরে রাখতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্নকারীদের শণাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ মহিব্বুর রহমান মহিব।

সাবেক প্রতিমন্ত্রী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সুলতান আহম্মেদ মৃধা, কলাপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক মঞ্জুরুল আলম বক্তব্য রাখেন।এসময় পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাসহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে এমপি মহিব্বুর রহমানকে সভাপতি এবং আবদুল মোতালেব তালুকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করার কিছুক্ষণ পরেই আবার কেন্দ্রের সঙ্গে আলোচনার কথা বলে চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানান জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী আলমগীর হোসেন জানান, যেহেতু কন্ঠভোটে কাউন্সিলররা স্থানীয় এমপি মহিব্বুর রহমানকে সভাপতি নির্বাচিত করেছেন। ওই কারণে আপাতত কেন্দ্রের নির্দেশনা অনুসারে কমিটি ঘোষণা স্থগিত রাখা হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তমতে পরবর্তী ব্যবস্থা গৃহীত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here