৩ তালাকের প্রতিবাদ করে শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার গৃহবধূ

0
621
৩ তালাকের প্রতিবাদ করে শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার গৃহবধূ

খবর৭১ঃ স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হলেন ভারতের রাজস্থানের এক গৃহবধূ। শ্বশুর ছাড়াও পরিবারের কয়েক জনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ওই নারী।

ঘটনার পর স্থানীয় ভিবাড়ি নারী থানায় এফআইআর দায়ের করেছেন ওই ধর্ষিতা। লিখিত অভিযোগে নির্যাতিতা জানান, গত শুক্রবার তাকে তাত্‍‌‍ক্ষণিক তিন তালাক দেন তার স্বামী।

এর প্রতিবাদ করলে শ্বশুর ও তার স্বামীর পরিবারের অন্য কয়েকজন সদস্য মিলে তাকে ধর্ষণ করে। তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন ওই গৃহবধূ।
পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের একজনকেও গ্রেফতার করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here