সৌদি আরব থেকে দেশে ফিরলেন নির্যাতিত সেই হুসনা

0
528
সৌদি আরব থেকে দেশে ফিরলেন নির্যাতিত সেই হুসনা

খবর৭১ঃ সৌদি আরবে নির্যাতনের শিকার বাংলাদেশি নারী কর্মী হুসনা আক্তার দেশে ফিরেছেন। বুধবার রাত ১১টার দিকে তিনি দেশে ফিরেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্বামী শফি উল্লাহ।

এর আগে স্বামীর কাছে আকুতি জানিয়ে ভিডিও পাঠান তিনি। যেখানে বলেন, ‘আমি আর পারতাছি না সহ্য করতাম।

তোমরা যেভাবে পারো আমারে নেও। হুসনার বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে। গত ৭ নভেম্বর আর্থিক সচ্ছলতা আনতে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে যান।

হুসনার পাঠানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এলে তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here