৩০ সেকেন্ডের কম সময়ে ধসে পড়ল ২২ তলা ভবন

0
533
৩০ সেকেন্ডের কম সময়ে ধসে পড়ল ২২ তলা ভবন

খবর৭১ঃ ২২ তলা ভবন। শহরের দ্বিতীয় উচ্চতম বাড়ি। এত বড় একটি ভবন ৩০ সেকেন্ডের কম সময়ে ধসে পড়ে। কিন্তু এত কম সময়ে ভবনটি কেন ভেঙে পড়ল?

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ভবনটি দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে অবস্থিত। এটি ‘দ্য ব্যাঙ্ক অব লিসবন’-এর বিল্ডিং। গত বছরের সেপ্টেম্বরে এই বাড়িতে আগুন লাগে। এতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় বাড়িটির। এরপর স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেয় বাড়িটি ভেঙে ফেলার। গত রবিবার বিস্ফোরকের সাহায্যে ভেঙে ফেলা হয় সেই বাড়ি।

ভিডিওতে দেখা যায়, আশপাশে থাকা বহুতল ভবনের মধ্যে সব থেকে উঁচু ছিল সেটি। হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ত লাগে ভবনটি। ৩০ সেকেন্ডেরও কম সময়ে ভেঙে পড়ে ২২ তলা সেই বাড়ি।

বিশেষজ্ঞরা বলছেন, পুরো ভবন ভেঙে ফেলতে প্রায় ৮৯৪ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বিস্ফোরকের সাহায্যে সুনিয়ন্ত্রিত উপায়ে ভেঙে ফেলা বড় ভবন এটি।

স্থানীয় প্রশাসন কর্মকর্তা তাসনীম মোতারা বলেন, এই বাড়ির উচ্চতা ছিল ১০৮ মিটার। এর আগে একই উপায়ে ভেঙে ফেলা বিল্ডিং ছিল ১১৪ মিটার উঁচু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here