পদ্মা সেতুর ২৫৫০ মিটার দৃশ্যমান হচ্ছে আজ

0
490
পদ্মা সেতুর ২৫৫০ মিটার দৃশ্যমান হচ্ছে আজ

খবর৭১ঃ আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে পদ্মা সেতুতে ১৭তম স্প্যান ‘৪ডি’ বসতে পারে আজমঙ্গলবার।

পদ্মা সেতুর ১৭তম স্প্যান বসতে যাচ্ছে আজ মঙ্গলবার। সকাল স্প্যানটি ২২ ও ২৩ নম্বর পিলারের ওপর বসানো হবে। এর মধ্য দিয়ে দৃশ্যমান হবে সেতুর ২ হাজার ৫৫০ মিটার (২ দশমিক ৫৫ কিলোমিটার)।

১৬তম স্প্যান বসানোর মাত্র সাত দিনের মাথায় বসতে চলেছে এই স্প্যান।

শরীয়তপুর জেলার জাজিরা প্রান্তে সকাল থেকেই শুরু হবে ২২ ও ২৩ নম্বর পিলারে স্প্যান বসানোর কার্যক্রম। আবহাওয়া অনুকূলে থাকলে দুপুর ১টার মধ্যেই স্প্যান বসানো সম্ভব হবে বলে আশাবাদী প্রকৌশলীরা।

জানা গেছে, ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয়, ১০ মার্চ তৃতীয়, ১৩ এপ্রিল চতুর্থ, ২৯ জুন পঞ্চম, ২০১৯ সালে ২৩ জানুয়ারি ষষ্ঠ, ২০ ফেব্রুয়ারি সপ্তম, ২০ মার্চ অষ্টম, ১৮ এপ্রিল নবম স্প্যান বসানো হয়।

প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি পিলার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে।

এ স্প্যান বসানোর বিষয়ে পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেয়ান আবদুল কাদের জানান, আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে স্প্যানটি স্থায়ীভাবে বসানো হবে। ‘৪ডি’ স্প্যান বসানোর কাজ সকাল থেকে শুরু হবে। স্প্যানটি বর্তমানে পদ্মার চরে প্লাটফর্মে রাখা আছে।

সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর বলেন, আজ মঙ্গলবার পদ্মা সেতুর ১৭তম স্প্যানটি বসানো হচ্ছে। স্প্যানটি বর্তমানে পদ্মার চরে প্লাটফর্মে রাখা আছে।

চলতি বছরের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলব বলে আশা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here