সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের যৌথভাবে নতুন ঘর দিবে পৌরসভা ও ব্র্যাক, ঢেউটিন ও অর্থের চেক বিতরণ

0
703
সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের যৌথভাবে নতুন ঘর দিবে পৌরসভা ও ব্র্যাক, ঢেউটিন ও অর্থের চেক বিতরণ

মিজানুর রহমান মিলন,
সৈয়দপুরঃ

সৈয়দপুরে উর্দূভাষী বসবাসকারীদের ক্যাম্পে সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের যৌথভাবে ঘর তৈরী করে দিবে সৈয়দপুর পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রকল্প

এতে সহযোগিতা করবে সৈয়দপুর উপজেলা প্রশাসন। গতকাল সোমবার রাতে শহরের শহীদ জহুরুল হক সড়কের পাশে অবস্থিত উর্দূভাষীদের ক্যাম্পে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের দেয়া ঢেউটিন ও চেক বিতরণকালে ওই ঘোষণা দেয়া হয়। কাল বুধবার থেকে ক্ষতিগ্রস্থ ২৭ পরিবারের জন্য ঘর নির্মাণ কাজ শুরু হবে এবং আগামি এক সপ্তাহের মধ্যে নির্মাণ করা ওইসব ঘর তাদের বুঝিয়ে দেয়া হবে বলে টিন বিতরণ অনুষ্ঠানে জানানো হয়। ওই এলাকায় ২৭ টি পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ২ বান্ডিল নতুন ঢেউটিন ও প্রত্যেককে ৬ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এসব বিতরণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. গোলাম কিবরিয়া ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুৃমার সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী,পৌরসভার প্যানেল মেয়র মো. জিয়াউল হক জিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. আবু হাসনাত সরকার, বেসরকারি সংস্থা ফ্রেডস অব হিউম্যানিটি
(এফ ও এইচ)’র প্রধান সমন্বয়কারী রংপুর সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন- উর- রশিদ, সৈয়দপুর পৌরসভার ১১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর যথাক্রমে জো. এরশাদ হোসেন পাপ্পু,ও জো. আব্দুল খালেক সাবু, নারী কাউন্সিলর মিনারা বেগম,ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রকল্পের রিজিওনাল কো- অর্ডিনেটর অপূর্ব সাহা, প্রকৌশলী মো. হাফিজুর রহমান, আর্কিটেক্ট মো.রাশেদুল হাসান রাজু, উর্দূভাষীদের সংগঠন ক্যাম্প উন্নয়ন কমিটির নেতা জো. মাজিদ ইকবালসহ গণমাধ্যম কর্মিরা। ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে ইউএনও এস.এম.গোলাম কিবরিয়া বলেন উপজেলা প্রশাসনের দেয়া ঢেউটিন ও চেকের অর্থ সমন্বয় করে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রকল্প আরও ৫ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ২৭ টি পরিবারের জন্য উন্নতমানের ঘর তৈরী করা হবে। কাল বুধবার থেকে ঘর তৈরীর কাজ শুরু হবে বলে ঘোষণা দেয়া হয়।

প্রসঙ্গতঃ গত ২০ নভেম্বর দুপুর বেলা ওই ক্যাম্পের একটি রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে ২৭টি পরিবারের নগদ ৭ লাখ টাকাসহ প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে ছাই। ক্ষতিগ্রস্থরা পড়নের কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here