কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬

0
589
কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬

খবর৭১ঃ কেনিয়ার পশ্চিম পোকোত কাউন্টিতে অতিবৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ ১২ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সিনেটর। খবর রয়টার্স’র।

পোকোত কাউন্টিতে শুক্রবার শুরু হওয়া অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে ফলে এত প্রাণহানির ঘটনা ঘটলো। দুর্যোগে শহরের অন্যান্য অংশের সঙ্গে গ্রামগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামের রাস্তাগুলো বন্যায় পুরোপুরি ডুবে গেছে এবং চারটি ব্রিজ ভেঙে গেছে। সেখানকার মুইনো গ্রামটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সিনেটর স্যামুয়েল পোগিসিও জানান, নিহতের সংখ্যা ৩৬ জনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে ৭ জন শিশু।

দেশটির গভর্নর জন লনিয়ানগাপোয়া বলেন, ‘অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং বন্যায় পুরো গ্রাম ভেসে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।’

তিনি আরও জানান, ওই এলাকায় উদ্ধার কাজ এখনও চলছে। সেখানকার রাস্তা ও ব্রিজ ভেঙ্গে যাওয়ায় অন্তত ৫’শ গাড়ি আটকা পড়েছে।

কেনিয়ার আবহাওয়া অধিদপ্তর গত ১৮ নভেম্বর ভারি বর্ষণ ও ভূমিধ্বসের ব্যাপারে সতর্কতা জারি করেছিল। গত কয়েক সপ্তাহে পূর্ব আফ্রিকার কয়েকটি দেশ ভারি বর্ষণ ও বন্যার কবলে পড়েছে। ইথিউপিয়া ও তানজানিয়ায় বেশ কয়েকজন নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here