চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ মারা গেছেন

0
567
চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ মারা গেছেন

খবর৭১ঃ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কালা আজিজ আর নেই।

শনিবার (২৩ নভেম্বর) রাত দশটায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ বিষয়ে জায়েদ খান সাংবাদিকদের বলেন, ‘কালা আজিজ সাহেবের ছেলে সুফল শেখ আমাদের শিল্পী সমিতির সদস্য। আমরা ওনার বাসায় যাচ্ছি। তার পরিবারের সঙ্গে আলোচনা করব। তারা যদি চায় তাহলে আগামীকাল মরদেহ এফডিসিতে নিয়ে আসবো। যেন তার প্রিয়জনরা শেষবারের মতো তাকে দেখতে আসতে পারেন।’

অনেকদিন থেকেই ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। অভিনেতা কালা আজিজের স্ত্রী ব্রেন স্ট্রোক করে মারা যান কয়েক বছর আগে।

প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কালা আজিজ। তাকে সর্বশেষ দেখা গেছে ‘পদ্মার প্রেম’ সিনেমায়। চলতি মাসের প্রথম দিন মুক্তি পেয়েছিল সিনেমাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here