শেখ কাজিম উদ্দিন, বেনাপোল :
যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, শিক্ষা মানুষের জীবনের মান উন্নয়নের জন্য একমাত্র হাতিয়ার। শিক্ষা ছাড়া কোন মানুষ পরিপূর্ণভাবে উন্নতি সাধন করতে পারেনা। তদ্রুপ শিক্ষিত জাতি ছাড়া কোন দেশ উন্নয়নের উন্নত শিখরে আহরণ করতে পারেনা। তাই, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে লক্ষ্যে দীর্ঘ ১০বছর যাবত কাজ করছেন। তাতে সফলতাও এসেছে। আমরা এখন চাই উন্নত শিক্ষা। রবিবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শার্শা উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথাগুলি বললেন তিনি।
উক্ত অনুষ্ঠানে নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সাংসদ শেখ আফিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এমপিওভুক্ত ৪টি শিক্ষা প্রতিষ্ঠান হলো- সেতাই এসিআই মাধ্যমিক বিদ্যালয়, কুদলার হাট মাধ্যমিক বিদ্যালয়, শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় ও রহিমপুর আলিম মাদ্রাসা।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন গত ১০ বছরে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকারের সাফল্য আজ আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি, ঝরে পড়া রোধ, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, আর্থ-সামাজিক উন্নয়নে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধিসহ সমতা বিধানের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপ-বৃত্তিসংশ্লিষ্ট প্রকল্পগুলো ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
অন্যদিকে ডিজিটাল পদ্ধতির আওতায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় উপবৃত্তির টাকা অনলাইনে প্রদান করছে। মেধাবৃত্তির আওতায় প্রাথমিক থেকে স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত মেধা তালিকায় বৃত্তি, সাধারণ বৃত্তি, সংখ্যালঘু সম্প্রদায় বৃত্তি, উপজাতি উপবৃত্তি, দৃষ্টি প্রতিবন্ধী উপবৃত্তি এবং পেশামূলক উপবৃত্তি বিষয়ক ৩টি ক্যাটাগরিতে বিভিন্ন মেয়াদে বৃত্তি প্রদান করা হচ্ছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সহ-সভাপতি আলহাজ¦ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ এমপিওভুক্ত সকল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা।