মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
601
মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী দুলাল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধামঘর পশ্চিম পাড়া নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুলাল মিয়া উপজেলার ধামঘর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী দুলাল মিয়া বিক্রয় করার জন্য তার বাড়ীতে গাঁজা নিয়ে এসেছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর থানার এসআই মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে দুলালকে সাথে নিয়ে তল্লাশি করে তার বাড়ীর পাশের পুরাতন টয়লেটের নিচ থেকে ৩’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী দুলাল মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here