দুর্নীতিমুক্ত করতে অভিযানে যাব: বিমান প্রতিমন্ত্রী

0
676
দুর্নীতিমুক্ত করতে অভিযানে যাব: বিমান প্রতিমন্ত্রী

খবর৭১ঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিমান, সিভিল এভিয়েশনকে দুর্নীতিমুক্ত করতে বড় অভিযানে যাব। কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। কঠোর ও কঠিন ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

উদ্বোধনের পর দুপুর সোয়া ১টায় ২৬৫ যাত্রী নিয়ে বিজি-১৩৭ ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রাথমিকভাবে চট্টগ্রাম-মদিনা রুটে বিমান প্রতি বৃহস্পতিবার সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। পরে যাত্রী বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ফ্লাইটও বাড়ানো হবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বিমানের উপমহাব্যবস্থাপক (পিআর) তাহেরা খোন্দকার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান, বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক মো. নাজমুল হাসান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here