খবর৭১ঃ সরকারবিরোধী বিক্ষোভের পাঁচ মাসের মাথায় অর্থনৈতিক সংকটে পড়েছে হংকং। অর্থমন্ত্রী পল চ্যান জানিয়েছেন, চলতি বছরে আশারূপ প্রবৃদ্ধি হবে না। তিনি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, চলতি বছরে প্রবৃদ্ধি ধরা হয়েছিল শূণ্য থেকে এক শতাংশ।
রবিবারও হংকংয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভ দমনের চেষ্টা করেছে। বিক্ষোভকারীরা বিভিন্ন শপিং মলে বিক্ষোভ করে এবং ভাঙচুরও করে। এতে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যায়।