মেননের জবাব নিয়ে নাসিমের বাসায় ওয়ার্কার্স পার্টির কামরুল

0
442
মেননের জবাব নিয়ে নাসিমের বাসায় ওয়ার্কার্স পার্টির কামরুল

খবর৭১ঃ ১৪ দলের চিঠির জবাব নিয়ে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় গেছেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এ তথ্য নিশ্চিত করেছেন।

১৯ অক্টোবর বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মেনন বলেন, ‘বিগত নির্বাচনে প্রধানমন্ত্রীসহ আমিও বিজয়ী হয়ে এমপি হয়েছি। এরপরও আমি সাক্ষী বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত জাতীয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

গত ২৪ অক্টোবর রাতে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বাসভবনে ১৪ দলীয় জোটের এক অনানুষ্ঠানিক বৈঠকে রাশেদ খান মেননের ওই মন্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সর্বসম্মিতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, মেনন যে বক্তব্য দিয়েছেন, এর ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া হবে। পরে রাতেই চিঠি পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here