খবর৭১ঃ অধিক দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। রবিবার রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজের আড়তে এই অভিযান চালানো হয়।
মেসার্স আলী ট্রেডার্সকে ২০ হাজার টাকা, মেসার্স পবিত্র ভাণ্ডারকে ২০ হাজার টাকা এবং গাজি এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এই কাজে তদারকি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়। জেলা প্রশাসন ঢাকার প্রতিনিধি সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।