খবর৭১ঃ ১২তম সাউথ এশিয়ান গেমসে রেকর্ড সৃষ্টি করে স্বর্ণপদক বিজয়ী নৌবাহিনীর কৃতি সাঁতারু মাহফুজা খাতুন শীলাসহ তিন খেলোয়াড়কে ফ্ল্যাট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফ্ল্যাট উপহারপ্রাপ্ত অপর দুই ক্রীড়াবীদ হলেন সেনাবাহিনীর কৃতি শ্যুটার শাকিল আহমেদ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতী ভারোত্তোলক মাবিয়া আক্তার। প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার গণভবনে খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে এই ফ্ল্যাট হস্তান্তর করেন।
এসময় প্রধানমন্ত্রী খেলোয়াড়দের অনুশীলনের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন এবং তাদের আরও একনিষ্ঠতার সাথে খেলাধুলায় মনোনিবেশ করার আহবান জানান।
উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত ১২তম এসএ গেমসে নৌবাহিনীর কৃতি সাঁতারু মাহফুজা খাতুন শীলা ৫০ মিটার এবং ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অংশ নিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করে দু’টি স্বর্ণপদক লাভ করেন।
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের জন্য অনন্য সাফল্য বয়ে আনার স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী খেলোয়াড়দের এই উপহার প্রদান করেন। তিনি খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি তাদের নিরাপত্তা ও পর্যাপ্ত অনুশীলনের সুবিধার্থে রাজধানী ঢাকায় তাদের জন্য আবাসন সুবিধা প্রদানের ব্যবস্থা করেন।
দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে প্রধানমন্ত্রী সর্বদা অত্যন্ত আন্তরিক। তার ঐকান্তিক আগ্রহ, অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতার ফলে সকল প্রকারের খেলাধুলায় বাংলাদেশ উত্তরোত্তর সাফল্য অর্জন করছে।