খবর৭১ঃ বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা বিসিবি’র সঙ্গে আলোচনায় বসলেই সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার সন্ধ্যায় গুলশানের সিক্স সিজন হোটেলে এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে সংবাদ সম্মেলনে ১৩ দফা দাবির কথা তুলে ধরেন তাদের আইনজীবী।