ব্রিটিশ গণমাধ্যমে এমপি বুবলীর ‘প্রক্সি’ পরীক্ষার খবর

0
501
ব্রিটিশ গণমাধ্যমে এমপি বুবলীর ‘প্রক্সি’ পরীক্ষার খবর

খবর৭১ঃ সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলীর বিএ কোর্সে তার পক্ষে প্রক্সি প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন। এবার ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এ খবর। সোমবার ব্রিটিশ গণমাধ্যম ‘দি গার্ডিয়ান’ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ‘নাগরিক টিভি’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ কোর্সে এখন পর্যন্ত চারটি সেমিস্টার ও তেরোটি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কিন্তু তিনি একটি পরীক্ষাতেও অংশগ্রহণ করেননি। তবে তার পক্ষে এখন পর্যন্ত ৮ জন নারী পরীক্ষা দিয়েছেন।
উল্লেখ্য, এ ঘটনায় বুবলীর সকল পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। একই সাথে জালিয়াতির বিষয়টি অনুসন্ধানে কলেজের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here