কঙ্গোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৩০

0
627
কঙ্গোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৩০

খবর৭১ঃ কঙ্গোয় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত আরো ১৮ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, দেশটির স্থানীয় সময় রবিবার রাত ১ টা নাগাদ রাজধানী কিনশাসা পৌঁছনোর পথে যাত্রীবোঝাই বাসটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এরপরই বাসে ভয়াবহ আগুন লেগে যায়।

রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা এএফপিকে জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে অন্তত ১০০ জন যাত্রী ছিলেন। এই মুহূর্তে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০। এছাড়া ১৮ জন যাত্রীর শরীর থার্ড-ডিগ্রি দগ্ধ হওয়ার ফলে গভীর ক্ষত তৈরি হয়েছে।

তিনি আরো জানান, এদিন লুফু থেকে কিনশাসা যাওয়ার পথে যাত্রী ও মালপত্র ঠাসা বাসটি আচমকা যান্ত্রিক বিভ্রাটের শিকার হয়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের নীচু জমির উপর গড়িয়ে পড়ে। এরপর হঠাৎ আগুন ধরে যায়।

ডেভিড সিয়ালা বলেন, মৃতদেহগুলি শনাক্ত করার কাজ চলেছে। তবে বেশ কিছু দেহ এমনই পুড়ে গিয়েছে যে, তাদের পরিচয় উদ্ধার করতে সমস্যা দেখা দিয়েছে। তথ্য সূত্র: আল জাজিরা, বিজনেস স্ট্যান্ডার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here