আবরার হত্যাকাণ্ডঃ রিমান্ড শে‌ষে কারাগা‌রে শামীম-মোয়াজ

0
518
আবরার হত্যা: রিমান্ড শে‌ষে কারাগা‌রে শামীম-মোয়াজ

খবর৭১ঃ
বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচ‌ দি‌নের রিমান্ড শে‌ষে গ্রেফতার শামীম বিল্লাহ ও মোয়াজ আবু হুরায়রাকে কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত।

শ‌নিবার তাদের আদাল‌তে হা‌জির ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির লালবাগ জোনের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। শুনানি শেষে তা‌দের কারাগা‌রে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী।

শামীম বিল্লাহ (২০) বুয়েটের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের ছাত্র। আর মোয়াজ আবু হুরায়রা (২০) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের একই ব্যাচের ছাত্র।

প্রসঙ্গত, ৬ অক্টোবর রাতে বুয়েটের আবাসিক হলে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে নিহত হন আবরার ফাহাদ। বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

এ ঘটনায় পরদিন ৭ অক্টোবর আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here