খবর৭১ঃ চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট। আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
এ মার্কেটে কাপড়ের দোকান, টেইলার্স রয়েছে বলে জানা গেছে।