মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

0
533
মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ১৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে তেলিয়াপাড়া বিওপির নায়েব সুবেদার দুরুল হুদার নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ১৫নং সেকশন এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করে ১৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেন।বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ পিএসসি জানান, এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ১৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here