লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

0
598
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খবর৭১ঃ

লক্ষ্মীপুরে ইলিয়াস (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, দুই সন্ত্রাসী বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে ওই যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে।

নিহত ইলিয়াস উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের নুরুল আমিনের ছেলে। চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গোলাগুলির আওয়াজ শুনে টহল পুলিশ ঘটনাস্থল যায়। এ সময় ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here