রোনালদো ৭০০ গোলের ক্লাবে

0
524
রোনালদো ৭০০ গোলের ক্লাবে

খবর৭১ঃ

৭০০তম গোলের ক্লাবে ঢুকলেন পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল সোমবার ইউরো বাছাইপর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও ইউক্রেন। এই ম্যাচের ৭২তম মিনিটে গোল করে এই মাইফলক স্পর্শ করেন তিনি। এর আগে তার গোলসংখ্যা ছিল ৬৯৯।

জানা গেছে, স্পোর্টিং ক্লাব পর্তুগালের হয়ে ক্যারিয়ারের শুরু করেছিলেন রোনালদো। কৈশরেই পাড়ি জমান ইংল্যান্ডে। সেখানে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যান ইউয়ের হয়ে আস্তে আস্তে পরিপক্কতা অর্জন করতে থাকেন তিনি।

এরপরে রেকর্ড গড়া দামে রোনালদোকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। রিয়ালকে একের পর এক শিরোপা জেতান তিনি।

সর্বশেষ গত মৌসুমে রিয়াল ছেড়ে ইতালির জুভেন্টাসে পাড়ি জমান এই তারকা। প্রথম মৌসুমেই জুভেন্টাসকে ঘরোয়া ট্রেবল জেতান।

ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যাঃ
রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০
ম্যান ইউ’র হয়ে ১১৮
পর্তুগালের হয়ে ৯৫
জুভেন্টাসের হয়ে ৩২
স্পোর্টিং সিপির হয়ে ৫

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here