প্রবারণা পূর্ণিমা ও সম্প্রীতি বাংলাদেশ

0
877
প্রবারণা পূর্ণিমা ও সম্প্রীতি বাংলাদেশ
প্রবারণা পূর্ণিমায় সম্প্রীতি বাংলাদেশের সদস্যগণ।

খবর৭১ঃ

প্রতিবছরের ন্যায় এবছরও রোববার (১৩ অক্টোবর) বাসাবো ধর্মরাজিকা বৌদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায় তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা পালন করেন। প্রার্থনা ও ফানুস উড়ানো সহ নানা আচার-অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে সম্প্রীতি বাংলাদেশের সদস্যগণ মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের এর সাথে সাক্ষাৎ করেন।

সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং সম্প্রীতি বাংলাদেশের নেত্রীবৃন্দ ফানুস ওড়ানোর মধ্য দিয়ে প্রবারণা উৎসব এর সূচনা করেন। প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাদেশ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে চলে। ধর্ম-বর্ণকে ঊর্ধ্বে রেখে একজনের বিপদে-আপদে আরেকজন এগিয়ে আসে। ধর্ম যার যার, উৎসব সবার। অনুষ্ঠানে সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এবং যুগ্ম আহবায়ক ও সাবেক তথ্য সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ।

অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক বিমান চন্দ্র বড়ুয়া, সাংবাদিক আলি হাবীব, বিশিষ্ট সমাজকর্মী জনাব হেলাল উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা সাইফ আহমেদ, সাবেক ছাত্রনেতা মিহির কান্তি ঘোষাল, সমাজকর্মী তাপস হালদার, চিকিৎসক ডা. মোঃ সুনান বিন ইসলাম, সমাজকর্মী অনয় মুখার্জি এবং আবু তালেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here