বিএনপি নেতা মেজর হাফিজের জামিন

0
564
বিএনপি নেতা মেজর হাফিজের জামিন

খবর৭১ঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। সেই সঙ্গে আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় পল্লবী থানায় র‌্যাবের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপ-পরিদর্শক নূরে আলম।

অন্যদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিন আবেদন মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here