খবর৭১ঃ
শেখ কাজিম উদ্দিন, বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ অক্টোবর) সকালে বেনাপোল সীমান্ত এলাকার গাতিপাড়া গ্রামের মাঠ থেকে এ ফেন্সিডিলের চালান উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল চোরাকারবারি ভারত থেকে ফেন্সিডিলের একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তের গাতিপাড়া মাঠ দিয়ে ভবারবেড়ের দিকে যাচ্ছে। এসময় সঙ্গীয় সদস্যদের নিয়ে সেখানে ধাওয়া করলে তারা কয়েকটি টোপলা ফেলে পালিয়ে যায়।
পরে টোপলাটি খুলে ১২০ পিছ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এসময়ে পলাতক দুই চোরাকারবারিকে সনাক্ত করতে পারায় থানায় এসে তাদের আসামী করে মাদক আইনে মামলা রুজু করা হয়। পলাতক আসামীরা হলো ভবারবেড় গ্রামের পশ্চিমপাড়ার মাদক কারবারি কালাই ও মানিক।