ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীনঃ ঘটনাস্থল পরিদর্শন

0
576
ওয়ারেন্টভুক্ত ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী ইউপি নির্বাচনে বৈধ প্রার্থী !! রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি: আশ্চর্যজনক হলেও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৬ নং পোরজনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ারেন্টভুক্ত ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানাযায়, আগামী ১৪ অক্টোবর শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ন ও পোরজনা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নির্বাচন কমিশন কর্তৃক যাচাই বাছাইয়ের পর প্রতিক বরাদ্দ দেওয়া হয়। প্রতিক নিয়ে প্রার্থীদের প্রচারণার নির্ধারিত সময় শেষ হয়েছে গতকাল শুক্রবার রাত ১২ টায়। এরই মধ্যে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থীদের তালিকায় ফৌজদারি মামলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিরাজগঞ্জ কর্তৃক ২ বছরের সশ্রম কারাদ- প্রাপ্ত আসামী ইউপি সদস্য প্রার্থী মোঃ নুর ইসলামের (টিউবওয়েল প্রতিক) নাম রয়েছে। গত ২ সেপ্টেম্বর একটি ফৌজদারি মামলায় ইউপি সদস্য প্রার্থী মোঃ নুর ইসলামকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদৎ হোসেন পলাতক আসামী হিসেবে ২ বছরের সশ্রম কারাদ- প্রদান করেন। রায় ঘোষণার মামলা নং- জি,আর- ১৯৪/২০১০ এবং রায় নং- ১-৪৬/১৯ । মামলা সূত্রে জানাযায়, গত ৫ নভেম্বর ২০১০ সালে আসামী নুর ইসলাম পল্লী বিদ্যুতের লাইনম্যান আলী আহম্মেদ খান ও নুরুন্নবীকে মারধর ও রক্তাক্ত জখম করে এবং মালামাল লুট করে। এর জের ধরে পরবর্তীতে মামলা হলে আদালত এ রায় দেন। উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা অনুযায়ী “যদি কোনো ব্যক্তি কোনো ফৌজদারি বা নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছর কারাদ-ে দ-িত হন এবং মুক্তি পাওয়ার পর যদি পাঁচ বছর সময় অতিবাহিত না হয় তাহলে তিনি নির্বাচনের অযোগ্য হবেন।” এ ব্যাপারে ইউপি সদস্য প্রার্থী মোঃ নুর ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান , সব যায়গা ম্যানেজ করেই নির্বাচন করছি। আপনি আপনার বিকাশ নাম্বার দেন টাকা পাঠিয়ে দিচ্ছি। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, প্রতিদ্বন্দ্বী প্রত্যেক প্রার্থীর তথ্য জানতে চেয়ে সংশ্লিষ্ট থানায় চিঠি দেওয়া হয়েছিল। থানা থেকে প্রদানকৃত প্রতিবেদনে তার বিরুদ্ধে কোন প্রকার আপত্তিকর তথ্য না পাওয়ায় তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই, তবে খতিয়ে দেখছি।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ সম্পুর্ন বানোয়াট ও মিথ্যা এমনটি জানিয়েছেন ঐ ইউপির চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল। শনিবার রাতে ওই ইনিয়নের কচুবাড়ি কৃস্টপুর এলাকায় এমন ঘটানার খবর পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃস্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে তোলপাড় সৃস্টি হয়। স্থানীয়রা খবর দেয় পুলিশকে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে সালান্দর ইউনিয়নের চেয়ারম্যান বলেন,আমি সম্মেলনের মিটিং নিয়ে ব্যাস্ত ছিলাম। একটি কুচক্রী মহল আমার নামে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এ বিষয়ে সদর থানার এস আই আহমদউল্লাহ জানান, চেয়ারম্যানকে মেয়েসহ আটক করা হয়েছে এমন খবর পেয়ে আমরা রাতে ঘটনাস্থলে আসি। তবে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। কেউ যদি আমাদের কাছে অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here