প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

0
1066
প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

খবর৭১ঃ প্রতিমা বিসর্জনের সময় খুলনার ফুলতলায় ভৈরব নদে ট্রলার থেকে পড়ে মো. হৃদয় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সিকিরহাট এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস জানিয়েছে, মো. হৃদয় ট্রলারে করে ভৈরব নদের সিকিরহাট এলাকায় প্রতিমা বিসর্জন দেখতে যায়। বিকালে দুটি ট্রলারের ধাক্কায় ৩ জন নদীতে পড়ে যায়।

এর মধ্যে ২ জন সাঁতরে তীরে উঠতে পারলেও হৃদয় নিখোঁজ হয়। খবর পেয়ে নগরীর নূরনগর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে তল্লাশি শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার হয়।

মৃত হৃদয় ফুলতলার পয়গ্রাম এলাকার স’মিল শ্রমিক মো. জনির ছেলে। হৃদয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এএসসি পরীক্ষার্থী ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here