সৌদিতে আরও ভয়াবহ হামলার হুমকি

0
510
সৌদিতে আরও ভয়াবহ হামলার হুমকি

খবর৭১ঃ
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী সা’দায় শুক্রবার হাজার হাজার মানুষ শোভাযাত্রা ও সমাবেশ করেছে। ইয়েমেনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়ার ব্যর্থতা এবং অব্যাহত আগ্রাসনের জবাবে সৌদি আরবের বিরুদ্ধে আরও মারাত্মক হামলা ডেকে আনবে বলে শোভাযাত্রা থেকে রিয়াদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

শোভাযাত্রা এবং সমাবেশে অংশগ্রহণকারী ইয়েমেনি কর্তৃপক্ষ দেশটিতে জাতীয় সংহতির আহ্বান জানান। এ ছাড়া সৌদি আরবের বিরুদ্ধে আরও সেনা মোতায়েনের আহ্বান জানানো হয়।

নাজারনে সৌদি বিরোধী অভিযানে নিহত ইয়েমেনি সেনাদের ছবি বহন করেছে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।

এ ছাড়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির কঠোর নিন্দা করে। নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য আরব এবং বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানান তারা। এ সময়ে অধিকৃত ফিলিস্তিনি ভূমি মুক্ত করার পক্ষে শ্লোগান দেয়া হয়।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বে ইয়েমেনি বাহিনীর অভিযানের মাত্র এক সপ্তাহ পরে এ শোভাযাত্রা এবং সমাবেশ হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here