যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের ব্যাংক হিসাব তলব

0
585
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের ব্যাংক হিসাব তলব

খবর৭১ঃ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সব ধরনের ব্যাংক হিসাব ও লেনদেনের বিবরণীর তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট। বৃহস্পতিবার তার ব্যাংক হিসাবের সকল তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, ওমর ফারুক চৌধুরীর নামে অতীতে বা বর্তমানে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে, শুরু থেকে হালনাগাদ লেনদেনসহ যাবতীয় তথ্য, অ্যাকাউন্ট খোলার ফর্ম, কেওয়াইসিসহ যাবতীয় তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

রাজধানীতে ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় এর আগেও কয়েকজন যুবলীগ নেতা ও ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ব্যাংক। সে সময় তাদের অনেকের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। ফ্রিজ করা হিসাব থেকে টাকা উত্তোলন ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here