ফিনল্যান্ডে কলেজে হামলায় নিহত ১, আহত ১০

0
430
ফিনল্যান্ডে কলেজে হামলায় নিহত ১, আহত ১০

খবর৭১ঃ ফিনল্যান্ডের একটি কারিগরি কলেজের পাশে মঙ্গলবার অতর্কিত একটি হামলার ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলের প্রদেশ কৌপিওতে এই ঘটনায় কলেজটির একজন ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

ফিনল্যান্ডের পূর্বাঞ্চলীয় পুলিশ ডিপার্টমেন্ট বেলা একটার দিকে তাদের এক টুইটবার্তায় এ খবর প্রকাশ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় সেভন ভকেশনাল কলেজের পাশেই একটি শপিংমলে কিছু অজ্ঞাত লোক ঢুকে পড়ে এই হামলা চালায়। তাদের মধ্যে একজনকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীদের হাতে বেশ কিছু ধারালো অস্ত্র ছিল। একজনের হাতে একটি বন্দুকও দেখেছে তারা।

সেভন ভকেশনাল কলেজের পাশেই অবস্থিত হারম্যান শপিংমলটি। মূল শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত এই মলেই দুঃখজনক ঘটনাটি ঘটেছে। হামলার পেছনে কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত লোকটিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সূত্র : হেলসিঙ্কি টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here