ডিসেম্বরে কলকাতায় আইপিএলের নিলাম

0
502
ডিসেম্বরে কলকাতায় আইপিএলের নিলাম

খবর৭১ঃ

চলতি বছরের ১৯ ডিসেম্বর কলকাতায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে। এই প্রথম বেঙ্গালুরুর পরিবর্তে নতুন জায়গায় নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে কলকাতায় আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। সর্বশেষ নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো পাঁচজন খেলোয়াড়কে ধরে রাখার অনুমতি পেয়েছিল।

এবারের নিলামে আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল গঠনের জন্য ৮৫ কোটি টাকা খরচ করতে পারবে। গত আসরের চেয়ে তিন কোটি টাকা অতিরিক্ত খরচ করতে পারবে।

আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। তবে সবশেষ আসরে তাকে অধিকাংশ ম্যাচেই সাইড বেঞ্চে বসিয়ে রাখে হায়দরাবাদের ফ্রঞ্চাইজি। এবার তারা আবার সাকিবকে ধরে রাখবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

তবে সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে সাকিব যেভাবে অলরাউন্ড নৈপূণ্য দেখিয়েছেন তাতে আবারও সাকিবকের ধরে রাখতে পারে হায়দরাবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here