মুরাদনগরে ছাত্রীকে যৌন হয়রানি; মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেফতার

0
781
মুরাদনগরে ছাত্রীকে যৌন হয়রানি
অভিযুক্ত প্রধান শিক্ষক মাওলানা মোঃ হাসান। ছবিঃ মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।

খবর৭১ঃ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উম্মে হানী মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের ১০ বছরের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক মাওলানা মোঃ হাসানকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। আটককৃত হাসান উপজেলা সদরের নিমাইকান্দি গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে। ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে প্রধান শিক্ষক হাসানকে তার মাদ্ররাসা থেকে আটক করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উম্মে হানী মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক হাসান তার ১শত টাকা চুরি হয়েছে এই অভিযোগ এনে হেফজ বিভাগের ১০ বছরের এক ছাত্রীকে তার অফিস রুমে ডেকে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়।

এ ঘটনার পর মেয়েটি এক সপ্তাহ মাদ্রাসায় না গেলে তার মা তাকে মাদ্রাসায় যেতে বাধ্য করার চেষ্টা করে। পরে ওই ছাত্রী বাধ্য হয়ে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। বিষয়টি জানতে পেরে ছাত্রীর মা সোমবার রাতেই মুরাদনগর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে হাসানকে তার মাদ্রাসা থেকে আটক করা হয়। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে হাসানকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here