খবর৭১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার দেশে ফিরছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফর শেষে আবুধাবি হয়ে দেশে ফেরার উদ্দেশে স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্ক ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট (ইওয়াই-১০০) স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় সকাল ৯টা, সোমবার) আবুধাবির উদ্দেশে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইট স্থানীয় সময় সোমবার রাত ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা, ৫০ মিনিট) আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এসময় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।