ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুছ ছাত্তারের গণসংযোগ

0
796

খবর৭১,ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নে আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুছ ছাত্তার গণসংযোগ করেছেন। গত শুক্রবার ইউনিয়নের প্রতিটি বাজারে পথসভার আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ। পথসভায় তিনি বলেন, বিএনপি, জাতীয় পার্টির মতো আওয়ামী লীগ সেনা বাহিনীর ব্যারাক থেকে বেরিয়ে আসেনি। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল তাই শুরু থেকে জনগণকে সাথে নিয়ে সকল আন্দোলন সংগ্রাম করে স্বাধীনতা এনেছে। জনগণের অধিকার নিশ্চিত করেছে আওয়ামীলীগ। তাই আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার অধিনেই হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
গণসংযোগ কালে অনুষ্ঠিত পথসভা জাফর আহাম্মেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি বদরুল আলম প্রদীপ, মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আবুল মুনসুর, কৃষক লীগ আহবায়ক আ: হান্নান ভূঞা, যুবলীগ আহবায়ক মতিউর রহমান, যুগ্ম-আহবায়ক কামরুল হাসান জুয়েল, জেলা যুবলীগ সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি মাহাবুবর রহমান, ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস আবু বাহারুল আলম মজনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শহীদুল ইসলাম মাসুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল্লাহ, প্রমুখ। ##
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here