ভারতে ভারি বৃষ্টিতে ৪৭ জনের মৃত্যু

0
522
ভারতে ভারি বৃষ্টিতে ৪৭ জনের মৃত্যু

খবর৭১ঃ ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরপ্রদেশ রাজ্য। শনিবার পর্যন্ত দু’দিনে ৪৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছে প্রশাসন।

বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাতাপগড় ও রায়েবারেলিতে ছয়জন করে, আমেতিতে পাঁচজন, চান্দাউলি ও ভারানসিতে চারজন করে এবং অন্য ১৪ জেলায় ২২ মানুষ প্রাণ হারিয়েছে। বৃষ্টির কারণে বেশির ভাগ জেলায় শনিবার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে বজ্রপাত, পানিতে ডুবি, সাপে কাটা ও ঘর-দেয়াল ধসে এসব মৃত্যুর ঘটনা ঘটে। অব্যাহত বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। লক্ষ্মৗ, আমেতি, হারদোই ও অন্যান্য জেলায় বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here