ইমরান খানের বিমানে কারিগরি ত্রুটি, ফিরে গেল নিউইয়র্কে

0
607
ইমরান খানের বিমানে কারিগরি ত্রুটি, ফিরে গেল নিউইয়র্কে

খবর৭১ঃ আমেরিকার নিউইয়র্ক থেকে ইসলামাবাদে ফেরার পথে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার প্রতিনিধিদলকে বহনকারী বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয়ার পর বিমানটি আবার নিউইয়র্কে ফিরে গেছে।

দ্য ডনের খবর, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে যোগদান শেষে ইমরান খান দেশে ফেরার জন্য স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু তাকে বহনকারী বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এরপর রাতেই আবার বিমানটি নিউইয়র্কে ফিরে যায়।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক বিশেষ সহকারি নাসিমুল হক জানান, নিউইয়র্কে ইমরান খান আরো একটি রাত কাটাবেন; এরইমধ্যে বিমানটি ঠিক করার চেষ্টা চালানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here