গুলশানে বাসের ধাক্কায় যুবক নিহত

0
657
গুলশানে বাসের ধাক্কায় যুবক নিহত

খবর৭১ঃ রাজধানীর গুলশানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকনিহত হয়েছেন। নিহতের নাম কবির হোসেন (২৭)।

শুক্রবার রাতে শাহজাদপুরে এ দুর্ঘটনা ঘটে।

কবির চাঁদপুরের উত্তর মতলব উপজেলার মকবিল হোসেনের ছেলে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন।

গুলশান থানার এসআই মো. সাদেক জানান, আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here