সব ক্যাসিনো গুঁড়িয়ে দেয়া হবে : র‌্যাব ডিজি

0
514
সব ক্যাসিনো গুঁড়িয়ে দেয়া হবে : র‌্যাব ডিজি

খবর৭১ঃ দেশের কোথাও ক্যাসিনো রাখা হবে না বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।

শুক্রবার বিকালে রাজধানীর বনানীতে জঙ্গিবিরোধী অভিযানের বিশেষ মহড়া পরিদর্শন শেষে তিনি এ হুশিয়ারি দেন।

র‌্যাব ডিজি বলেন, দেশের সব ক্যাসিনো নজরদারি রয়েছে। ক্যাসিনো বন্ধ করার যে অভিযান শুরু হয়েছে, তা চলতে থাকবে। সব ক্যাসিনো গুঁড়িয়ে দেয়া হবে।

তবে ক্যাসিনোর ইস্যুতে কারও কারও চরিত্র হনন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তথ্যপ্রমাণ ছাড়া কোনো সংবাদ পরিবেশন না করার আহ্বান জানিয়েছেন সংবাদকর্মীদের।

র‌্যাব ডিজি আরও বলেন, যে কোনো ধরণের জঙ্গিবাদ মোকাবেলায় প্রস্তুত রয়েছে র‌্যাব। জঙ্গিদের সব ধরনের হামলা গুঁড়িয়ে দেয়ার জন্যও র‌্যাব প্রস্তুত।

সেখানে উপস্থিত স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, এ মহড়া তারই অংশ। জঙ্গি দমনে র্যাসবের এই মহড়া তার কাছে খুব ভালো লেগেছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here